• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নদী বাঁচাতে ব্যতিক্রর্মী মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

বিশ্ব নৌ দিবস উপলক্ষে নেত্রকোনায় হারিয়ে যাওয়া ছোট বড় ৫৭টি নদী বাঁচাতে নদীর নাম সম্বলিত প্ল্যাকার্ডে নদীর নাম লিখে ব্যতিক্রর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় ‘নদী বাঁচাই, আমরা বাঁচি’ শ্লোগান নিয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে ‘সম্মিলিত যুব সমাজ, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে নেত্রকোনার প্রধান প্রধান নদী কংশ, মগড়া সোমেশ্বরী, ধনুসহ ৫৭টি ছোট বড় হারিয়ে যাওয়া, বিলুপ্ত এবং বিপন্ন প্রায় নদীর নাম রিখে প্ল্যার্ডের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বারসিকের ওহিদুর রহমান, সংগঠনের সদস্য সচিব আলপনা বেগম, সাংবাদিক এর কে এম আব্দুল্লাহ, বৃক্ষ প্রেমিক আব্দুল হামিদ, শংকর ম্রুং ও যুব লিডার লাবনী আক্তার প্রমুখ।

এসময় বক্তারা জানান, ছোট বড় ৫৭ নদী থেকে বিলুপ্ত ২৭ টি, চরম বিপন্ন ১৯ টি ও চলমান ১১ টি নদীর নাম উল্লেখ করে বাঁচাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় নেত্রকোনা শহরকে প্যাঁচিয়ে রাখা কালের আবর্তে প্রায় মরা মগড়া নদী দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানান।    

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা